Welcome to
Parul Prakashani

পারুল প্রকাশনী পূর্ব ভারতের একটি অগ্রণী প্রকাশনা সংস্থা। পাঠ্যপুস্তক ও সাহিত্যগ্রন্থ – উভয় জাতীয় বইই পারুল প্রকাশ করে থাকে। উভয় জাতীয় গ্রন্থ প্রকাশেই পারুল সুনাম অর্জন করেছে। ১৯৮১ সালে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পারুল প্রকাশনীর প্রতিষ্ঠা। পারুল-এর কলকাতা কেন্দ্র কাজ শুরু করে ২০০৩ সাল থেকে। এখন পারুল প্রকাশনীর টাইটেলস-এর সংখ্যা দু-হাজার ছাড়িয়েছে।

আর তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভরসা রাখুন একমাত্র পারুল প্রকাশনী-র রেফারেন্স-এ।

পাঠ্যপুস্তক ও পাঠসহায়ক পুস্তকের ক্ষেত্রে পারুল প্রকাশনীর যে যে সিরিজ জনপ্রিয়, তা হল টার্গেট প্রশ্ন সংকলন, টার্গেট মাধ্যমিক ও টার্গেট উচ্চ মাধ্যমিক এবং রেফারেন্স সিরিজ। সাহিত্যগ্রন্থের ক্ষেত্রে একদিকে যেমন জনপ্রিয় ছোটোদের জন্য২৫টি গল্পের সিরিজ, তেমনই সাধুবাদ পেয়েছে মুহূর্তকথা সিরিজে বিশিষ্ট লেখকদের নির্বাচিত গল্পসংগ্রহ। পারুল প্রকাশিত বাংলার চিরায়িত কথাসাহিত্যের কমিকস ছোটোদের কাছে তুমুল জনপ্রিয়। প্রকাশনার যাবতীয় ব্যাকরণ মেনে মুদ্রণসৌকর্য অক্ষুণ্ণ রেখে পারুল যেভাবে গত তিন দশক ধরে বই প্রকাশ করে চলেছে তা সত্যিই অভাবনীয়।

Newsletter to get in touch

Join the community

80k

ACTIVE READERS

3k

TOTAL PAGES

283

CUP OF COFFEE

14k

FACEBOOK FANS